এই সাইটটি হংকংয়ে বিদেশী গৃহকর্মী আনয়ন, শ্রম আইন এবং গৃহকর্মী নিয়োগের স্বীকৃত নিয়োগ চুক্তি অনুযায়ী নিয়োগকারী এবং গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতা সংক্রান্ত প্রকাশনা ও প্রকাশনা সরঞ্জামসহ হংকংয়ে বিদেশী গৃহকর্মী নিয়োগদানের বিষয়ে তথ্য প্রদান করে থাকে। চুক্তি স্বাক্ষর করার পূর্বে অথবা কাজ করার সময়ে বিদেশী গৃহকর্মী ও নিয়োগকর্তা উভয়কেই এই ওয়েবসাইটের তথ্য ও অন্যান্য সংশ্লিষ্ট উপকরণসমূহ পড়ার জন্য উৎসাহীত করা হলো।
নিয়োগকারীগণ অবশ্যই এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করবেন বা গৃহকর্মীগণ এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন তেমনটা হংকং স্পেশাল এ্যাডমিনিষ্ট্রেটিভ রিজিয়ন সরকার দাবি করেন না, এটা একটা খুবই সাধারন প্রক্রিয়া যার মাধ্যমে হংকং এর অধিবাসীগণ গৃহকর্মী নিয়োগ করে থাকেন। গৃহকর্মীগণের সংশ্লিষ্ট দেশগুলোরও সেরকম চাহিদা থাকতে পারে এবং সেটা বিভিন্ন দেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে। গৃহকর্মী এবং নিয়োগকারীগণকে এমপ্লয়মেন্ট এজেন্সির সেবা গ্রহনকালে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখার জন্য “এমপ্লয়মেন্ট এজেন্সি নিয়োগদান” সেকশনটি পড়ার জন্য উৎসাহিত করা হলো। হংকং এ বৈধ লাইসেন্সধারী এমপ্লয়মেন্ট এজেন্ট সনাক্তকরণ এর জন্য ওয়েবপেজে তারা সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে।
গৃহকর্মী হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য প্রো্যজনীয় যোগ্যতার শর্তসমূহ এবং আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়াদি জানতে অনুগ্রহপূর্বক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট ভিজিট করুন।
Increase in Minimum Allowable Wage and food allowance for foreign domestic helpers
The Government announced today (September 29) that the Minimum Allowable Wage (MAW) for foreign domestic helpers (FDHs) in Hong Kong will be increased by 3 per cent, from $4,730 to $4,870 per month.
Please click here for details.
বাইরের দিকের জানালা পরিষ্কার করার সময় বিদেশী গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে শ্রম বিভাগ অত্যন্ত উদ্বিগ্ন
শ্রম বিভাগ (LD) অত্যন্ত উদ্বিগ্ন যে আগে ঘটে এলেছিল মারাত্মক দুর্ঘটনা, যখন একজন বিদেশী গৃহকর্মী (FDH) একটি বাইরের দিকের জানালা পরিষ্কার করছিলেন। LD নিয়োগকর্তাদের মনে করিয়ে দেয় যে কোনও উইন্ডোর বাইরের অংশটি পরিষ্কার করার জন্য FDHযে কোনও জানালার বাইরের অংশ পরিষ্কার করা যা মাটির স্তরে বা বারান্দাসংলগ্ন নয় (যার উপর সাহায্যকারীর কাজ করার জন্য যুক্তিসঙ্গতভাবে নিরাপদ হতে হবে) বা সাধারণ করিডোর:
1. পরিষ্কার করা উইন্ডোটি একটি গ্রিল দিয়ে লাগানো হয় যা এমনভাবে লক বা সুরক্ষিত থাকে যা গ্রিলটি খুলতে বাধা দেয়; এবং
2. FDHs শরীরের কোনও অংশ বাহু ব্যতীত উইন্ডো লেজের বাইরে প্রসারিত হয় না।
উপরের প্রয়োজনীয়তাটি FDHs জন্য স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা নিয়োগকর্তা এবং FDHs মেনে চলা উচিত। যদি কোনও নিয়োগকর্তা চুক্তি লঙ্ঘন করে বাইরের দিকের উইন্ডোগুলি পরিষ্কার করার জন্য কোনও FDH অনুরোধ করেন তবে FDH এই অনুরোধটি প্রত্যাখ্যান করা উচিত। FDHs 2157 9537 এ ডেডিকেটেড FDH হটলাইনের মাধ্যমে LD কাছ থেকে সহায়তা চাইতে পারে।
LD জনসাধারণের যে কোনও সদস্যকে অসুরক্ষিত পরিস্থিতিতে (যেমন কাজ বা সুরক্ষা সহায়তা ছাড়াই উচ্চতায় দাঁড়ানো) বা তাত্ক্ষণিক বিপদের মুখে FDH দায়িত্ব পালন করতে দেখেছেন তাদের কাছে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানানোর জন্য আবেদন করে।
বিধিবদ্ধ ছুটির বৃদ্ধি
2022 থেকে শুরু করে, বুদ্ধের জন্মদিন কর্মসংস্থান অধ্যাদেশের অধীনে একটি নতুন সংযোজিত বিধিবদ্ধ ছুটি হয়েছে। বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে এখানে যান: https://www.labour.gov.hk/eng/news/EAO2021.htm